কল্যাণ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় যুবককে ও সাতক্ষীরার দেবহাটায় মধ্য বয়সের একজনকে হত্যা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর :
লোহাগড়া প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে রামকান্তপুর গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রামকান্তপুর গ্রামের আজিজুর রহমান বিশ^াস(৪৫) বাড়ি থেকে হাটে যাবার পথে দুপুর ২টার দিকে ওই গ্রামের কয়েকজন তাকে ধাওয়া করে বেদম মারপিট করে এবং কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডা. প্রান্ত সরকার জানান, চিকিৎসা শুরু করবার সাথে সাথেই আজিজুর মৃত্যর কোলে ঢোলে পড়ে।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি জানান, সাতক্ষীরার দেবহাটায় আজগার আলীকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে । মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মাটি কুমড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
মাটিকুমড়া গ্রামের আক্তার হোসেন সরদার জানান, তার বড় ভাই আজগার আলীকে মঙ্গলবার রাত একটার দিকে ঘুমন্ত অবস্থায় দুর্বত্তরা রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেবে চলে যায়। আজগর আলীর চিৎকারে স্থানীয়রা ছুঁটে এসে তাকে রাত সোয়া দুইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাতে সেখানে ভর্তি না নেয়ায় বুধবার ভোর সোয়া চারটার দিকে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগে চিকিৎসা চলাকালিন ভোর ৫টার দিকে আজগার আলী মারা যান।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্তে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।