শরণখোলা প্রতিনিধি: শরণখোলায় ইজিবাইকের নিচে চাপা পড়ে সাকিব (৬) নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার পূর্ব খাদা চারঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব ওই গ্রামের সুজন হাওলাদারের ছেলে। সে খাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
নিহতের দাদা সেলিম হাওলাদার জানান, সাকিব বেলা ১১টার দিকে বাড়ির সামনের একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল। এ সময় রসুলপুর থেকে উপজেলা সদর রায়েন্দা বাজারগামী দ্রুত গতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এ সময় এলাকাবাসী ইজিবাইকটি আটক করলে ও চালক দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত শিশু সাকিবকে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নিয়াজ মাহমুদ শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান, ইজিবাইকটি জব্দ করা হয়েছে। শিশুটির লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।