শরণখোলা প্রতিনিধি: শরণখোলায় সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের হাঁসের ঘর থেকে একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ওই গ্রামের রাজ্জাক হাওলাদারের বাড়ির হাঁসের ঘর থেকে সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে বিভাগ সূত্রে জানা গেছে।
বাড়ির মালিক রাজ্জাক হাওলাদার জানান, বুধবার সকালে হাঁস মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায়। বুঝতে পারেন হাঁস ও মুরগিগুলো কোনভাবে আক্রান্ত হয়েছে। সাবধানে খোঁপের দরজা খুলতেই বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পায়। সাথে সাথে গ্রামের সিপিজি সদস্যদের খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
সুন্দরবন থেকে লোকালয় আসা অজগরটি রাতের যে কোন সময় হাঁসের খোঁপে ঢুকে রাতভর তিনটি রাজহাঁস ও একটি পাতি হাঁস খেয়ে ফেলে বলে জানান তিনি।
সুন্দরবনসহ ব্যবস্থাপনার আওতায় বন এলাকায় কর্মরত কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) দলনেতা খলিল জোমাদ্দার বলেন, সাপটি ধরার পরে সাপটির মুখ থেকে ৪টি হাঁসের মৃতদেহ বেরিয়ে পড়ে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, লোকালয় থেকে উদ্ধার করা ১২ ফুট লম্বা ও ১৬ কেজি ওজনের অজগর সাপটি সুন্দরবনে অবমুক্ত করে দেয়া হয়েছে।