নাভারণ (শার্শা) প্রতিনিধি
যশোরের শার্শার উলাশী বিএনপির উদ্যেগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিদেশে চিকিৎসার দাবি ও সুস্থতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উলাশী বাজারে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মনিরুল ইসলাম মনি। বক্তব্য দেন উলাশী ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পল্লী ডাক্তার ইয়াকুব আলী। উপস্থিত ছিলেন শ্রমিকদল নেতা আফছার আলী, উলাশী ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তৈয়ব আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান টুনু, উলাশী বিএনপি নেতা এনামুল হক, মকলেছুর রহমান মকে, জিন্নাত আলী, কৃষকদল নেতা সোহেরাব হোসেন, মোজাম্মেল হক, আব্দুল গনি নেদু, আব্দুল্লাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়।