নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার নাভারণ বাজারে ৩টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার অধিদফতর গতকাল এ অভিযান পরিচালনা করে। অভিযানে হোটেল মুসলিম অ্যান্ড সুইটস নোংরা পরিবেশে মিষ্টি ও খাবার তৈরি এবং সংরক্ষণ, পূর্বের তৈরি বাসী মুরগির গ্রিল পুনরায় বিক্রির জন্য ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে সংরক্ষণ এবং তৈরিকৃত মিষ্টিতে পোকা ও মাছি থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
হোটেল রাজে নোংরা পরিবেশে খাবার তৈরি, পূর্বের তৈরি বাসী মুরগির গ্রিল পুনরায় বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ এবং তৈরিকৃত মিষ্টিতে পোকা ও মাছি থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মেসার্স মডার্ন ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি ও সংরক্ষণ তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নাভারণ বাজারে ফলের দোকানে লিচু সঠিক পরিমাণে বিক্রি হচ্ছে কিনা দেখা হয় এবং লিচু বিক্রেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। সার্বিক সহযোগিতা করেন ক্যাব যশোরের সদস্য আব্দুর রকিব সরদার এবং পুলিশের একটি টিম।