বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি
রাত পোহালেই যশোরের শার্শা উপজেলার ইউপি নির্বাচন। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়া বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে এ উপজেলায় আরও দু’জন নির্বাচনে অংশ নেয়া বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী নৌকা প্রতীকের প্রতি সমর্থন দিয়ে নিজ উদ্যোগে সংবাদ সম্মেলন করেছেন। তারা হলেন ৯ নং উলাশী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আয়নাল হক এবং ১ নং ডিহি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল।
সকাল ১০টায় ৯নং উলাশী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আয়নাল হক শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে শার্শা উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়োরম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে নৌকাকে সমর্থন জানান।
বেলা ১১টার দিকে সিরাজুল হক মঞ্জুর উপস্থিতিতে ১নং ডিহি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল শার্শা উপজেলাধীন নাভারণ বাজারস্থ আ.লীগ কার্যালয় প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নৌকার প্রতি সমর্থন জানান। একই সাথে ২৮ তারিখের নির্বাচনে নৌকাকে জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সকল সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, যশোর জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ্দৌলা অলোক সরদার, ১০নং শার্শা ইউপি চেয়ারম্যান প্রার্থী কবির উদ্দিন তোতা, এমপির পিএ আসাদুজ্জামান আসাদ, যুবলীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সেলিম রেজা, শার্শা উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার সহ আ.লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গত দুইদিন আগে সদর উপজেলার ১০নং ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী “আনারস” মার্কার বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন এবং পুটখালী ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নাসির উদ্দিন ৮৫, যশোর-১ শার্শা আসনের এমপির অনুরোধে নৌকাকে সমর্থন জানিয়ে ইউপি নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।