নিজস্ব প্রতিবেদক: শার্শায় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, শার্শা উপজেলার গোগা পূর্বপাড়ার ইয়ার আলী মোল্লার ছেলে আক্কাছ আলী ও একই এলাকার রফিকুল মোল্লার ছেলে আলামিন মোল্লা।
পুলিশ জানায়, ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম বুধবার ভোর রাতে শার্শা উপজেলার সাতমাইল ইউনাইটেড আদর্শ কলেজ মাঠের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২শ’ পিস উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা করা হয়েছে।