নিজস্ব প্রতিবেদক: যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। মঙ্গলবার দুপুরে শার্শার শালকোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন তরিকুল ইসলাম তারিক (৩৮) ও তার ছেলে ইমন হোসেন শুভ (১৭)।
আহত তারিক জানান, মঙ্গলবার জ¦ালানি কাঠের উপর মাটি ফেলাকে কেন্দ্র করে তাকে ও তার ছেলেকে স্থানীয় জব্বার সরদার, একরামুল সরদার, মহিতা সরদার, মুনতাজ সরদার, আল আমিনসহ ৮/১০ জন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, বিকেলে শার্শা থেকে তারিক ও তার ছেলে শুভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথায় অস্ত্রের আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে।
শার্শা থানার ওসি মো. মামুন খান জানান, শালকোনায় বাবা ও ছেলের উপর হামলার খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।