নাভারন (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় ১ বিঘা জমির কুল গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা পিপড়াগাছি গ্রামের জাকির হোসেনের ১ বিঘা জমিতে লাগানো বিভিন্ন প্রজাতের কুল গাছ কেটে দেয়।
প্রতিটি গাছে কুল থাকায় প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান জাকির হোসেন।
জাকির হোসেন জানান, গাছের কুল এখনও অপরিপুষ্ট। গত বছর ২৯ মে রাতে দূর্বৃত্তরা তার আরও একটি বাগানের কুল ও আম গাছ কেটে দেয়। যার ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৭ লাখ টাকা। সে সময় এ ব্যাপারে শার্শা থানায় জিডি করেও প্রতিকার হয়নি।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, ফলের গাছ কাটা জঘন্যতম অপরাধ। গাছ কাটার ব্যাপারে অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।