শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, শালিখা থানার অফিসার ইনচার্জ মো. বিশারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুবক্কার মাস্টার, শালিখা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, সাংবাদিক হাবিবুল হক প্রমুখ।