কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত ১৮ ডিসেম্বর সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সুফল কুমার বিশ্বাস মহেশপুর থানায় এ মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, আসামি শেখ শাহিন ও আতিয়ার রহমান তাদের নিজস্ব আইডি থেকে এমপির বিভিন্ন স্ট্যাটাসের বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক, বানোয়াট ও ভিত্তিহীন স্ট্যাটাস প্রচার করে। আসামিদ্বয় স্ট্যাটাসের মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
মামলার প্রধান আসামি শেখ শাহিন (৩৫), অপর আসামি আতিয়ার রহমান সুমন (৩৫) ।