মণিরামপুর (যশোর) প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন শিক্ষিত জাতি দেশের অহংকার। কোনো এলাকার সার্বিক উন্নয়নের জন্য সেই এলাকাটিতে সুশিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তবে এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন। শিক্ষিত জাতি গঠনে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে।
বুধবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার জি.এইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এড. মনিরুল ইসলাম মনির, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের ফলক উন্মোচন করে ও ফিতা কেটে উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। পরে একই মঞ্চে রাতে চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলমের পরিচালনায় সংশপ্তক শিল্পী সংগঠন (মণিরামপুর) এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।