নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। বুধবার রাতে যশোর রেলস্টেশন, চার খাম্বাসহ বিভিন্ন এলাকায় তিনি শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন।
আনোয়ার হোসেন বিপুল বলেন, ২০২০ সালে করোনাকালের শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এখনো মানুষের পাশেই আছি।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মানবিক যুবলীগ গড়ে তোলার প্রত্যয়ে দীর্ঘদিন যশোর জেলায় কাজ করছি। তারই ধারাবাহিকতায় যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দিক নির্দেশনায় যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথেই যশোর জেলা যুবলীগকে মানবিক যুবলীগে রুপান্তরের জন্য কাজ করছি।
বুধবার রাতে কম্বল বিতরণের সময় আনোয়ার হোসেন বিপুলের সাথে ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল করিম রহমান, সাবেক উপশিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।