কল্যাণ রিপোর্ট: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষ উন্নয়ন দেখে নৌকায় ভোট দিতে প্রস্তুত। কারণ সবাই বুঝতে পেরেছেন উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার হাত শক্তিশালী করতে সব নির্বাচনে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই।
পথসভায় দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপদেষ্টা সদস্য আবুল হোসেন খান, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, নৌকার প্রার্থী লিয়াকত আলী, প্রায়ত উপজেলা চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরার ছেলে আ.ন.ম আরিফুল ইসলাম হীরা, যশোর পৌরসভার কাউন্সিলর রাজিবুল আলম, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সদর উপজেলা যুবলীগের সদস্য আওরঙ্গজেব রনি, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকাবল, যুগ্ম-আহবায়ক মোফাজ্জেল হোসেন মোফা, আওয়ামী লীগ নেতা ফকরুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুর রহমান মুন্না, আশিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হিরণ।