মণিরামপুর (যশোর) প্রতিনিধি: এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার দৃশ্যমান উন্নয়নে বিশ্বাসী। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের গ্রামীণ পর্যায় অবকাঠামো নির্মাণসহ অসহায় মানুষের আর্থসামজিক উন্নয়নে নানা প্রকল্প গ্রহণের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
রোববার সকালে মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী বলেন, একটা সময় ভূমি অফিসগুলোর করুণ দৃশ্য চোখে পড়তো। জরাজীর্ণ ভবনে পানি পড়ে গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হয়ে যেতো। কিন্তু আজ এমন দৃশ্য আর নেই। অত্যাধুনিক ভূমি অফিস নির্মাণে সেই দূরাবস্থার অবসান হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, এডিসি (রাজস্ব) তাপস কুমার পাল, পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পৌরসভার প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।