জেলা প্রতিনিধি ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় কল্লোল খন্দকারকে (৪০) প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারীদের ধাওয়ায় ২ কিলোমিটার দৌড়ে পালানোর চেষ্টা করেও রক্ষা পায়নি কল্লোল। এসময় আরো ২জন আশংকাজনক ভাবে আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২ টার পরে উপজেলার বগুড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত কল্লোল বগুড়া গ্রামের বাসিন্দা এবং বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক বলে জানান এলাকাবাসী।
গ্রামের মাঠে পেঁয়াজ লাগানোর সময় হামলার শিকার হন তিনি। হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. শাহনেওয়াজ ইবনে কাশেম বলেন, ‘হাসপাতালে আনার আগেই মারা গেছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার প্রাণ গেছে।’
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে।