ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ১৫ বছর বয়সী এক স্কুল ছাত্রীর বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হলেও বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার পশ্চিম নাকোইল গ্রামে এই ঘটনাটি ঘটেছে। সে ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল গোপন সূত্রে বাল্যবিয়ের খবর পেয়ে ওই বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল গুড়িয়ে দেয়া হয় এবং রান্না করা খাবার পাশের এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়। মেয়েটির বয়স পূর্ন না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার অঙ্গিকারনামা প্রদান ও মেয়ের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।