রানা আহম্মেদ অভি, ঝিনাইদহ
শৈলকুপা উপজেলায় ইলেট্রিক মিস্ত্রিকে পিটিয়ে হত্যা করা হয়েছে মেহেদি হাসান স্বপনকে (২৮)। নিহত স্বপন তালতলা গ্রামের বাসিন্দা।
২১ জানুয়ারি রাত ১০টার দিকে স্বপনের ফোনে কল আসে। কলে তাকে পার্শ্ববর্তী বাজারে যাওয়ার অনুরোধ করা হয়। ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। তালতলা ব্রিজের ওপর পৌঁছলে কয়েকজন তার ওপর হামলা চালায়। হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শৈলকুপা থানার ওসি (অপারেশন) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।