ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় কাঠ দিয়ে ইট পোড়ানোর কাজ পুরোদমে চলছে। পরিবেশ অধদিফতরের ছাড়পত্র ছাড়াই চলছে এসব ইট ভাটা। পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময়ে নাম মাত্র কয়েকটি ভাটায় অভিযান চালিয়ে ভাটা উচ্ছেদ ও জরিমানা আদায় করলেও জেলার ৬ টি উপজেলায় ১১৪ টি ভাটা রয়েছে।
এদিকে ভাটায় কাঠ পোড়ানোর ব্যাপারে ভাটা মালিকরা জানান, ভাটা মালিক সমিতির অনুমতি ক্রমে তারা প্রতিদিন হাজার হাজার মণ কাঠ পোড়াচ্ছে। ভাটায় পরিবেশ অধিদপ্তরসহ যেকোনো মোবাইল কোর্ট পরিচালনা হলে দায়ভার ভাটা মালিক সমিতির।
শৈলকুপায় ছোট বড় ২৬টিরও বেশি ইটভাটা রয়েছে। গত মৌসুমে শৈলকুপা উপজেলার পৌর এলাকার ইটভাটাগুলোতে উচ্ছেদ অভিযান করে পরিবেশ অধিদপ্তর। হাটফাজিলপুর এলাকায় অবস্থিত মোল্যা ব্রিকস, সাইফুল বিক্সস ও কামান্না গ্রামের থ্রী স্টার ব্রিকসে কোনোকালেও কোনো অভিযান হয় না। এছাড়া উমেদপুর ইউনিয়নের ষষ্ঠীবর এলাকায় টুটুল ব্রিকস ড্রামচিমনি দিয়ে ইটভাটা পরিচালনা করছে।
পরিবেশ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুনর রশিদ জানান পর্যায়ক্রমে সকল ইটভাটায় অভিযান করা হবে। অবৈধ সকল ভাটা বন্ধ করে দেয়া হবে।