সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালী দ্বীপ গ্রামে হঠাৎ বাঘ দেখা দেয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বাঘের ভয়ে রাতে ঘর থেকে বের হচ্ছেন না।
গত রোববার ঈদের দিন সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবনের একটি বাঘ গোলাখালী গ্রামে রফিকুল ইসলামের চিংড়ি ঘেরের রাস্তায় দেখা যায়। সেখানে বাঘটি প্রায় ২০ মিনিটের মতো হাঁটাহাঁটি করে। এসময় গ্রামবাসীদের চিৎকারে ও টিনের শব্দে বাঘটি আবার বনে ফিরে যায়। গোলাখালী গ্রামের ভোলানাথ মন্ডল বলেন, বাঘের ভয়ে গ্রামের মানুষ আতঙ্কিত। আমরা রাতে ঘর থেকে বের হতে পারছি না।
সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এমএ হাসান লোকালয়ে বাঘ প্রবেশের সত্যতা নিশ্চিত করে বলেন, বন বিভাগের সহায়তায় স্থানীয় ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) এবং সিপিজি (কমিউনিটি পেট্রল গ্রুপ) এর সদস্যরা সার্বক্ষণিক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। ওই এলাকায় জনসাধারণের সাবধানে চলাচলা করতে বলা হয়েছে। তাছাড়া গরু, ছাগল যাতে বনের দিকে না যেতে পারে সে বিষয়ে গ্রামবাসীকে নির্দেশনা দেয়া হয়েছে। গ্রামটি সুন্দরবন লাগোয়া হওয়ায় মাঝে মধ্যে সেখানে বাঘের আনাগোনা দেখা যায় বলেও তিনি জানান।