শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর আদিবাসী ও দলিত নারীদের মানবাধিকার উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আইন সহায়তা প্রদানকারী সেবা সংগঠনের সাথে লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোপাল চন্দ্র মুন্ডা। তারাপদ সরদারের সঞ্চালনায় উপস্থিত নারী পুরুষদের মধ্যে কয়েকজন বক্তেব্যে তাদের বিভিন্ন সমস্যা উল্লেখ করেন। এসময় আরও বক্তব্য রাখেন দলিত পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, হরেন্দ্র নাথ মুন্ডা, মথিন্দ্র।
প্রধান অতিথি শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তার বক্তেব্যে উপস্থিতদের আইন সহায়তা দেবেন বলে আশ্বাস প্রদান করেন এবং সমস্যা সমাধানের পরামর্শ দেন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, প্রণব বিশ্বাস, আব্দুস সাত্তার, প্রভাষক মানবেন্দ্র দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার হিসাব রক্ষক তাপস কুমার সরদার।