শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগরে পুত্রবধূ ধর্ষণের মামলায় শ্বশুর লিয়াকতকে (৪৫) পুলিশ আটক করেছে। লিয়াককের বাড়ি উপজেলার চুনা পানখালী গ্রামে ।
লিয়াকত তার পুত্রবধূকে ৭ দিন ধরে ধর্ষণ করে। একপর্যায়ে লিয়াকত তার পুত্রবধূর সাথে মোবাইলে কথা বলায় পুত্রবধূ মোবাইলে ওই কথা রেকর্ড করে। এর পর তা জানাজানি হলে লিয়াকত গা ঢাকা দেয়। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার দিবাগত রাতে শ্যামনগর থানার এস আই আবু বকর তাকে গ্রেফতার করে। পুত্রবধূর পিতা ইছা গাজী শ্যামনগর থানায় ধর্ষণের মামলা করে।