শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: মহিলা আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় শ্যামনগর উপজেলা হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় শ্যামনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা রেখা রানী গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা সভাপতি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদিকা উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জেলা পরিষদের সাধারণ সম্পাদিকা শিল্পী রানী মৃধা, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা সুফিয়া খাতুন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফরিদা আক্তার বানু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্যা সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা। বিশেষ বক্তা ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা সোনিয়া পারভীন শাপলা, জেলা দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদিকাগণ উপস্থিত ছিলেন।