ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: জাতীয় শিক্ষাসপ্তাহ-২০২২’র উপাজেলা পর্যায়ে ফলাফলে কলেজ পর্যায়ে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষার্থী ও সহকর্মীদের ওপর প্রভাব ও সহযোগিতা, চারিত্রিক দৃঢ়তা, সততা ও সুনাম, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃংখলা অনলাইনের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, পাঠপুস্তক প্রণয়ন, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, আইসিটি বিষয়ে দক্ষতা, সবুজ ও পরিচ্ছন্ন ক্যম্পাস, সৃজনশীল উদ্যোগ, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি পালন এই ১৩ ক্যাটাগরিতে যাচাই-বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।
অধ্যক্ষ সামছুর রহমান উপজেলার সোনাকুড় গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে এমএসএস শেষে ঝিকরগাছা মহিলা কলেজে প্রভাষক হিসেবে ১৯৯৫ সালে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালের ২০ আগস্ট তিনি বাঁকড়া ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ২০১৯ সালে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেন। শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যক্ষ সামছুর রহমান।