কল্যাণ রিপোর্ট:
যশোর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা। গতকাল প্রথম দিনে ১১টি ইউনিয়ন থেকে ৩ চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। তবে রামনগর, চাঁচড়া, ফতেপুর ও কাশিমপুর ইউনিয়ন থেকে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেছে কিনা সেটি জানা যায়নি। এই ইউনিয়নগুলোর দায়িত্ব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এদিন এ সংক্রান্ত কোন তথ্য সরবরাহ করেননি। আগামী ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
সদরের নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন যুবলীগ নেতা কেরামত আলী মোল্যা। এখান থেকে মেম্বার পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩ নম্বর ওয়ার্ডের শরিফুল ইসলাম। উপশহর ইউনিয়ন থেকে মেম্বার পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৪ নম্বর ওয়ার্ডে আবু সাইদুল সোহেল। দেয়াড়া ইউনিয়ন মেম্বার পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৭ জন। হৈবতপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। তাদের একজন জাকের পার্টির ও স্বতন্ত্র প্রার্থী।
উপজেলা প্রকৌশলী নাজমুল হুদার মোবাইল ফোন নাম্বারটি বন্ধ থাকায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন ফোন রিসিভ না করায় ৪টি ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
এদিকে, মনোনয়নপত্র বাতিলকৃতদের আপীল নিস্পত্তির বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির জানান, বুধবার বিকেলে আপিল শুনানী শেষ হয়েছে। পরবর্তী কর্মদিবসে আপিল নিস্পত্তির বিষয়ে তথ্য জানানো হবে।