কল্যাণ রিপোর্ট
যশোরে ১৬ বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন উদীচী। মঙ্গলবার জেলা কার্যালয় চত্বরে রহুল হক খোকা মঞ্চে সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এ সন্মাননা জানানো হয়। অনুষ্ঠানে যুদ্ধদিনের নানা ঘটনা তুলে ধরে স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধারা। মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বিকেল ৪টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সন্মাননা অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান মজনু। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব।
সন্মাননা প্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধারা হলেন, অ্যাডভোকেট মঈনুদ্দিন মিয়াজী, উদীচীর উপদেষ্টা আমিরুল ইসলাম রন্টু, অ্যাডভোকেট রবিউল আলম, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, রুকুনউদ্দৌলাহ্, ইজাহার আলী, মশিয়ার রহমান, শিকদার হারুনার রশিদ, অ্যাডভোকেট অশোক রায়, শহিদুল ইসলাম মিলন, খাইরুজ্জামান শরিফ, অধ্যাপক লিয়াকত আলী, আব্দুস সালেক মোল্যা, কাজী আব্দুস সবুর হেলাল, ডা. ইয়াকুব আলী মোল্লা ও খুরশীদ আনোয়ার বাবলু।