নিজস্ব প্রতিবেদক: যশোরে ১২ জন মৃত সরকারি কর্মচারীর পরিবারের সদস্যের মাঝে ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। একজন পেয়েছেন ৮ লাখ টাকার চেক। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগ এই চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, কালেক্টরেট অফিসের প্রধান সহকারী ফিরোজ আহমেদ প্রমুখ।