খুলনা ব্যুরো :
সরকারি রাস্তা দখল করে পাকা রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে এক মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মাইলমারার বিদ্যাপতি রায়। তিনি ইতোপূর্বে একটি মুরগি খামারের কর্মচারী ছিলেন। বতর্মান এখন একটি খমারের মালিক। দখলকৃত সরকারি এই সম্পত্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারের জায়গা।
প্রথমে তার ফার্মের সামনে থেকে প্রায় ২০০ ফুট জায়গা জোরপূর্বক মাটি ভরাট করেন এবং কিছুদিন পরে সেখানে পাকা রাস্তা নির্মাণ করেন বিদ্যাপতি রায়।
বিদ্যাপতি রায় বলেন,বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খানকে বলেছি। তিনি কাজ করতে বলেছেন। তাই কাজ করেছি।
স্থানীয় ইউপি সদস্য কিংকর রায় বলেন,ক্ষমতার দাপটে আর টাকার জোরে তিনি সরকারি জায়গা জবর দখল করে রেখেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান বলেন,এটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা। এটা তাদের বিষয়।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের খুলনা নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন,বিষয়টি আমি দেখছি।