শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সরকারি রাস্তা দখল করে একটি প্রভাবশালী মহল রমরমা ইট-বালুর ব্যবসা করে আসছে দীর্ঘদিন যাবত। যে কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের অপর দিকে ইট-বালু বহনকারী ডাম্পার, ট্রাক, টমটমের দূষিত ধোয়ায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।
উপজেলা পরিষদের অদূরে কেন্দ্রীয় ঈদগাহর সামনে কালিগঞ্জ-মুন্সীগঞ্জ রাস্তার দুই পাশে হবি নামের এক প্রভাবশারী ব্যক্তিসহ কযেক ব্যক্তি অবৈধ ভাবে বালু স্তুপ করে রমরমা ব্যবসা করে আসছে ।শ্যামনগর সদরসহ ভেটখালী, নওয়াবেকী, কাশিমাড়ী, নুরনগর, মুন্সীগঞ্জে একই চিত্র। এভাবে অপরিকল্পিতভাবে বালি রাখায় রাস্তা সঙ্কুচিত ফলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। বেশিরভাগ দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রী। সরেজমিন দেখা যায়, রাস্তার দুই পাশে সারি সারি রাখা আছে হাজারো ইটও বালুর স্তুপ। এতে দখল হয়ে গেছে রাস্তার অর্ধেক জায়গা। ওই এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ দুর্ভোগে অতিষ্ট। অপরদিকে খালের পাড়ে ইট বালু রাখায় দিন দিন খালের প্রশস্ত কমে আসছে। ভরে যাচ্ছে খাল।
এ ব্যাপারে ইট বালু ব্যবসায়ী হবি বলেন, বালি আমার একার নয়, আমার যেসব বালু রয়েছে তা সরিয়ে ফেলবো। আর রাস্তার ওপর রাখবো না।
এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আকতার হোসেন বলেন খুব শিঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে।