কল্যাণ ডেস্ক : একুশে পদকজয়ী সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী রিয়াজ উদ্দিন জাতীয় প্রেস ক্লাবের চার বারের নির্বাচিত সভাপতি ছিলেন। সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৩ সালে তিনি একুশে পদক লাভ করেন।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড আইসিইউতে রিয়াজ উদ্দিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রিয়াজ উদ্দিনের ভাই কর্নেল (অব.) জয়নুল আবেদীন। তিনি জানান, রিয়াজ উদ্দিন আহমেদ করোনাভাইরাসের আক্রান্ত ছিলেন। ১৮ ডিসেম্বর তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউ’তে নেওয়া হয়।
রিয়াজ উদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান জানিয়েছেন, আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রিয়াজ উদ্দিন আহমেদের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর দেড়টায় সেখানে জানাজা হবে। এরপর রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।