সাতক্ষীরা জেলা প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সাতক্ষীরা জেলায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৭৮১ জন মারা গেলেন।
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময় র্যাপিড এন্টিজেন কীট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১২৩টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫২ দশমিক ৮৫।
সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত মোট ৫১ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ৫ জন করোনা পজেটিভ ও বাকি ৪৬ জন সাসপেক্টেড। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ৮ জন রোগী ভর্তি আছেন।