সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলাব্যাপী স্বল্প আয়ের মানুষেরা রোববার থেকে অপেক্ষাকৃত কম মূল্যে টিসিবি’র পণ্য পাচ্ছেন। ৭৩ হাজার ৭৯৭ জন কার্ডধারি এ সুবিধা পাবেন। শনিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ও জেলা প্রশাসনের তত্বাবধানে রোববারসহ দু’বার হ্রসকৃত মূল্যে কার্ডধারিদের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। জেলায় ৪৬ জন টিসিবি’র ডিলার নিয়োগ দেয়া হয়েছে। প্রত্যেক ব্যক্তি ৫৫ টাকা কেজি দরে ২ কেজি মসুরের ডাল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি ও ১১০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল পাবেন।
সাতক্ষীরা সদর উপজেলা ও পৌরসভায় উপকারভোগীর সংখ্যা ১৭ হাজার ১৪৪জন। এখানে ডিলার ৯ জন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ সাংবাদিকরা।