সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৬ এপ্রিল সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত স্মারকে সাতক্ষীরা জেলার বাস-মিনিবাস মালিকদের ৬৪ জন বাস মালিকের আবেদনের প্রেক্ষিতে বাস-মিনিবাস মালিক সমিতির কার্যক্রম পরিচালনা, সমিতিভুক্ত বিভিন্ন রুটে সুশৃঙ্খলভাবে বাস-মিনিবাস চলাচল নিশ্চিত করা এবং দ্রুত সময়ের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে এ আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা প্রশাসক।
এ কমিটিতে ছাইফুল করিম সাবুকে আহবায়ক ও গোলাম মোর্শেদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আবু আহমেদ, শেখ জাহাঙ্গীর হোসেন, আবু নাছের কলারোয়া, শাহিন হোসেন, জাহাঙ্গীর হোসেন ঝাউডাঙ্গা, শহিদুল ইসলাম কালু, এ.কে.এম মোতাহারুল হক সজল, শেখ আলমগীর হোসেন, শাহাজান কবীর প্রমুখ।