Friday, August 12, 2022

সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী নাজিম উদ্দীনের দুর্নীতির তদন্ত শুরু

সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

অবশেষে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীনের অনিয়ম দুর্নীতির তদন্ত কর্যক্রম শুরু হয়েছে। গতকাল বেলা সোয়া ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় পরিচালক গিয়াস উদ্দীন এই তদন্ত কার্যক্রম শুরু করন। গণমাধ্যমে নাজিম উদ্দীনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মাদক সেবনসহ বিভিন্ন অনিয়মের রিপোর্ট প্রকাশিত হলে মন্ত্রীপরিষদ বিভাগ এ তদন্তের নির্দেশ দেয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস জানান, মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সরকার শাখার খুলনা বিভাগীয় পরিচালক গিয়াস উদ্দীন বিষয়টি তদন্ত করছেন। প্রধান নির্বাহী নাজিম উদ্দীন ও সাক্ষী বিরাজ হোসেনসহ ১১জন সার্কিট হাউজে যথাসময়ে উপস্থিত হয়েছেন। প্রথমে বিরাজ হোসেনের সাক্ষ্য নেয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্যদের সাক্ষ্য নেয়া হবে।

তিনি আরও জানান, সাক্ষ্য দেয়ার জন্য পৌরসভার মাস্টার রোল কর্মচারী বিরাজ হোসেন, রুবেল হোসেন, রেজা হোসেন, পৌরসভার প্রধান সহকারী প্রশান্ত কুমার ব্যানার্জী, উচ্চমান সহকারী তাহমিনা খাতুন,অফিস সহায়ক কামাল হোসেন, পাইপলাইন মেকানিক আনারুল ইসলাম, পাম্প চালক আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আরিফ আহমেদ খানকে চিঠি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ঘুষবাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশালীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী আদালত বসিয়ে জেল-জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি, সরকারি গাড়ি ব্যবহার করে মাদক বহন ও সেবন, নিয়ম বহির্ভুতভাবে ছুটি কাটানোসহ একাধিক অভিযোগ রয়েছে সাতক্ষীরা পৌরসভার প্রধাননির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীনের বিরুদ্ধে। এ সব অভিযোগ পৌরমেয়র তাশকিন আহমেদ চিশতি লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠান। পাশাপাশি অনুলিপি পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়েও। এছাড়া নাজিম উদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নাজিম উদ্দীনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্প যেন অপরাধীদের অভয়ারণ্য

১০ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। ১২টার দিকে...

নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান মির্জা ফখরুলের

কল্যাণ ডেস্ক : দলের নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

তালেবানের শীর্ষ নেতা রহিমুল্লাহ হাক্কানি নিহত

কল্যাণ ডেস্ক : বোমা হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানে তালেবানের শীর্ষ নেতা রহিমুল্লাহ হাক্কানি। তালেবান প্রশাসনের...

শোক দিবসে যশোর পৌর আ’লীগের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক...

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের মাইকপট্টি থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জেলা কমিটির...

ন.পাড়া নৌবন্দরে আরও ২৩ অবৈধ ঘাট উচ্ছেদ

কামরুল ইসলাম, অভয়নগর : নওয়াপাড়া নৌবন্দরে আরও ২৩টি অবৈধ ঘাটের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার...