কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শোয়াইবনগর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম শুক্রবার দুপুর ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি উপজেলার তিল্লা গ্রামে।
সকালে বাড়িতে শ্বাসকষ্ট অনুভব করেন। এসময় তিনি প্রতিবেশির সহযোগিতায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সহকর্মীরা তার বাড়িতে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার আসরবাদ শোয়াইবনগর মাদ্রাসায় ১ম জানাজা ও মাগরিব বাদ মরহুমের তিল্লা গ্রামে ২য় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।