নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা দলের সাবেক ফুটবল ও ব্যাডমিন্টন খেলোয়াড় আতাউর রহমান পিকুর স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে ব্যাডমিন্টন পরিষদ এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সভায় আলোচনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, ব্যাডমিন্টন পরিষদের সম্পাদক ইউসুফ হাসান প্রমুখ।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য, ব্যাডমিন্টন পরিষদের সদস্য, খেলোয়াড় ও মরহুমের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।