বিনোদন ডেস্ক : সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান যেন বিতর্কমূলক মন্তব্য করতেই বেশি ভালোবাসেন। এবার সে মন্তব্যের তালিকায় আরো একটি যোগ হলো। পছন্দের পাত্র হিসেবে তিনি বলিউডের বিবাহিত নায়কদের নাম বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জি নিউজ।
সম্প্রতি কফি উইথ করণের বিশেষ পর্বে ‘অতরঙ্গী রে’ ছবির প্রচারে এসেছিলেন সারা আলী খান ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ধনুষ। সারা যখনই করণের শোয়ে আসেন ততবারই কোনো না কোনো মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েন। এবারও তার ব্যতিক্রম হলো না।
করণ প্রশ্ন করেন-নিজের স্বয়ম্বরে কাকে কাকে দেখতে চান সারা। সারার সাবলীল উত্তর শুনে চমকে যান ধনুষ ও করণ। কারণ সাইফকন্যা বলেন, তিনি রণবীর সিং, বিজয় দেবেরাকো-া, ভিকি কৌশল ও বরুণ ধাওয়ানকে দেখতে চান।
সারার মুখে এই নামগুলো শুনে তাকে সাবধান করেন করণ জোহর। মজা করে করণ বলেন, যাদের নাম নেওয়া হয়েছে তাদের স্ত্রীরা দেখছে। এর উত্তরে সারা বলেন, আশা করি তাদের স্বামীরাও দেখছেন। সারার বোল্ড উত্তর শুনে অবাক হন ধনুষও।
তবে শুধু সারার সয়ম্বর নিয়েই নয়, আরো অনেক বিষয় নিয়েই এই অ্যাপিসোডে মজা করেন করণ। ধনুষকে তিনি জিজ্ঞেস করেন, যদি একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন যে তিনি রজনীকান্ত হয়ে গেছেন তাহলে কী করবেন। উত্তরে ধনুষ বলেন, তিনি রজনীকান্ত হয়েই থেকে যাবেন।