প্রিয়ব্রত ধর, সুন্দলী (অভয়নগর, যশোর) প্রতিনিধি
অভয়নগর উপজেলার সুন্দলী বাজার পরিচালনা ও উন্নয়ন কল্পের আওতায় অভয়নগর উপজেলা পরিষদের বাস্তবায়নে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার সহযোগিতায় সুন্দলী বাজার উন্নয়ন, চান্দিনা শেড, ড্রেন এবং কমিউনিটি ল্যাট্রিনসহ যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তারের সভাপতিত্বে উন্নয়ন কাজের উদ্বোধন করেন অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
উপস্থিত ছিলেন ২নং সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধীর কুমার পাঁড়ে, যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পলাশ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শিলাদিত্য বিশ্বাস, সুন্দলী বাজার কমিটির সভাপতি চিন্ময় মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক অমর বিশ্বাস, সুন্দলী ইউপি সদস্য শিশির সরকার, সাবেক ইউপি সদস্য প্রকাশ বিশ্বাস ও নির্মল কান্তি মন্ডল, আ’লীগ নেতা চৈতন্য মন্ডল, সুকদেব কবিরাজ, ইন্দ্রজিত মল্লিক, রবীন্দ্রনাথ সরকার, গৌর দেবনাথ, চৈতন্য দেবনাথ, বাপন সরকার, বিকাশ মিস্ত্রিসহ প্রমুখ।