আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দুটি মামলার রায় ঘোষণা ১০ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে জান্তার আদালত।
সোমবার (২৭ ডিসেম্বর) আদালতের কার্যক্রম সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
এদিন অবৈধভাবে ওয়াকিটকি রাখাসহ সু চির বিরুদ্ধে দুটি মামলার রায় হওয়ার কথা ছিল।
অবৈধভাবে ওয়াকিটকি আমদানির দায়ে অং সান সু চির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা ২০ ডিসেম্বর ঘোষণার কথা ছিল। আদালত সেই রায় ঘোষণা ২৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছেন। তবে কেন স্থগিত হলো আদালত সে বিষয়ে কোনো ধরনের ব্যাখ্যা দেননি। এবার সেই রায় ঘোষণা আবার মুলতবি করা হলো।
মিয়ানমারের রাজধানী নেপিডোয় জান্তার একটি বিশেষ আদালতে সু চির বিচার চলছে।
গত ১ ফেব্রুয়ারি থেকে সেনাদের হাতে বন্দি হন সু চি। এর চার মাস পর গত জুনে তার বিচার শুরু হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ ১১টি অভিযোগ রয়েছে। সব মামলায় জান্তার আদালত তাকে দোষী সাব্যস্ত করলে বাকি জীবনটা তাকে কারাগারেই কাটাতে হতে পারে।
এরমধ্যে গত ৬ ডিসেম্বর দেশটির ক্ষমতাচ্যুত ও কারাবন্দী নেত্রী সু চিকে দুই বছরের কারাদ- দিয়েছে জান্তা আদালত। বলা হচ্ছে, করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সেনাবিরোধী উসকানির কারণে তাকে এ সাজা দেওয়া হয়েছে।
শুধু সু চি নন, তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদেরও বিচার করছে জান্তা। গত নভেম্বরের শুরুতে সাবেক এক মন্ত্রীকে ৭৫ বছরের কারাদ- দেওয়া হয়। সু চির এক ঘনিষ্ঠ সহযোগীকেও ২০ বছরের কারাদ- দেওয়া হয়েছে।