নিজস্ব প্রতিবেদক: সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহজ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ দিতেই দেশে প্রথমবারের মত যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে প্রতিবন্ধীদের উন্নয়নে ‘সেন্টার ফর স্টুডেন্টস্ উইথ ডিজঅ্যাবিলিটিজ’ নামে একটি কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। মালয়েশিয়ার নটিংহ্যাম ইউনিভার্সিটি ও বাংলাদেশের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি), প্রশিক্ষণার্থীদের ফিউচার লিডার প্রকল্প হিসেবে কেন্দ্রটি স্থাপিত হয়। প্রকল্পের পৃষ্ঠপোষক ও উপদেষ্ঠা হিসেবে কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার সোমবার কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মর্জিনা আক্তার বলেন, ‘এই কলেজে বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। এরমধ্যে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে প্রায় ১০০ শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতার জন্য তারা সহপাঠীদের কাছ থেকে অনেক সময় বন্ধুত্বপূর্ণ পরিবেশ পায় না। পারস্পরিক শ্রদ্ধার অভাবে তারা ক্লাস, পরীক্ষা ও পাঠ্য-বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে হতাশা ও নিরুৎসাহিত বোধ করে। এই কেন্দ্র ওই প্রতিবন্ধীদের মধ্যে সংস্কৃতি এবং খেলাধুলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ প্রকল্পের টিম লিডার ও ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এই কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো: শাহ্জাহান কবীর। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের উন্নয়নে এমন কেন্দ্রের যাত্রা শুরু হলো। মূলত, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যুক্তিসঙ্গত পরিবেশ; মানসিক সমর্থন; সমবয়সীদের কাছ থেকে ভালবাসা ও সম্মান; ক্লাসে এবং কলেজ ক্যাম্পাসে অনুকূল পরিবেশ সৃষ্টি ও প্রতিবন্ধী শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাতেও ক্যাম্পাসে এই কেন্দ্রটি বিশেষভাবে কাজ করবে।’এ সময় প্রকল্পের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফজলুর রহমান ও আসাদুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাসরীন সুলতানা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. নাসিম রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের টিম লিডার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো শাহ্জাহান কবীর।