আলফাজ, নকিব, আরমানরা মাতালেন যশোরের মাঠ
নিজস্ব প্রতিবেদক: নব্বইয়ের দশকে ফুটবল মাঠ কাঁপানো আলফাজ, নকিব, আরমান, গাউস, কাঞ্চনরা গতকাল মাতালেন যশোরের মাঠ। জাতীয় দলের এই কৃতি ফুটবলারদের নিয়ে গঠিত ‘টিম ৯০ এফসি ঢাকা’ শুক্রবার বিকেলে যশোরের হামিদপুরে শামস্-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে অংশ নেন একটি প্রীতি ফুটবল ম্যাচে। খেলায় দলটি মুখোমুখি হয় যশোরের সোনালী অতীত ক্লাবের। সোনালী অতীত ক্লাব আয়োজিত এ খেলার উদ্বোধন করেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
আয়োজকরা জানান, দিনে দিনে ফুটবল তার ঐতিহ্য হারাতে বসেছে। তাই নতুন প্রজন্মকে ফুটবলে উদ্বুদ্ধ করতে এবং ফুটবলকে তৃণমূলে আরও বিস্তৃত করতে তারা এই উদ্যোগ নিয়েছেন। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলা সরাসরি দেখে এই প্রজন্মের ফুটবলাররা উদ্বুদ্ধ হবেন বলেই প্রত্যাশা করছেন আয়োজকরা।
খেলার ৩৫ মিনিটের মাথায় টিম ৯০ এফসি ঢাকা দলের পক্ষে গোল করে জয়ের পথ নিশ্চিত করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় বিদ্যুৎ।