নিজস্ব প্রতিবেদক: ‘সোপান পুলিশ সারগ্রন্থ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গত রোববার ঢাকায় বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজি মনিরুল ইসলাম। এসময় এসবি’র বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বইটির লেখক পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ২০০৩ সালে বিএসএস (সম্মান) এবং ২০০৪ সালে এমএসএস ডিগ্রী লাভ করেন। ২০১৮ সালে তিনি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের University of Leicester থেকে Msc in terorism, Security and Policing ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত। ফয়েজ আহমেদ এক সময় যশোরে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের কনস্টবল ও এএসআইদের জন্য নতুন নিয়মে প্রণীত নিয়োগ ও পদোন্নতি পরীক্ষার আলোকে রচিত বইটি কনস্টেবল ও এএসআইদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষার সহায়িকা হিসেবে কাজে লাগবে।