নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর সাথে একান্তে সময় কাটানোর দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়ার অভিযোগে পর্ণগ্রাফি আইনের মামলায় স্বামীকে কারাদ- ও জরিমানা দিয়েছেন আদালত। যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট পলাশ কুমার দালাল বৃহস্পতিবার আসামি মনিরুজ্জামান লাল্টুকে দুই বছরের সশ্রম কারাদ- ও ৬ হাজার টাকা জরিমানার আদেশ দেন। লাল্টু সদর উপজেলার মুনসেফপুর গ্রামের বাসিন্দা।
২০০৭ সালে মনিরুজ্জামান বিয়ে করেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তিনি মাদকাসক্ত। বিভিন্নভাবে তাকে মাদক সেবন থেকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হন স্ত্রী। এক পর্যায়ে মাদক সেবন বন্ধ না করলে তার সাথে আর সংসার করা হবে না বলে স্ত্রী জানিয়ে দেন। এতে আরো বেশি ক্ষিপ্ত হয়ে কৌশলে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার সময় তার মোবাইল ফোনে একান্ত কিছু ভিডিও ধারণ করেন। এরপরও লাল্টু মাদক সেবন অব্যাহত রাখায় ২০১৭ সালের ২৭ জুলাই স্ত্রী পিতার বাড়ি চলে যান। ৫ আগস্ট শ^শুর বাড়ি গিয়ে ওই ভিডিও দেখিয়ে স্ত্রীর কাছে তিন লাখ টাকা দাবি করে। না হলে মোবাইলের ভিডিও এলাকার লোকজনের কাছে দিয়ে মানসম্মান ক্ষুন্ন করার হুমকি দেন। ৬ এবং ১৭ আগস্ট ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়ে দেশের লোকজনদের কাছে গৃহবধূর ও তার পরিবারের মানসম্মান ক্ষুন্ন করেন। ১৪ সেপ্টেম্বর এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে আদালতে মামলা করেন স্ত্রী। সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার মনিরুজ্জামানকে দুই বছরের সশ্রম কারাদ- ও ৬ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত।
স্ত্রীর অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ফেসবুকে দেয়ায় স্বামীর কারাদণ্ড
