নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কার্যক্রম হাতে নিয়েছে ‘থিয়েটার ক্যানভাস’। এর অংশ হিসাবে ৫০টি গণহত্যা ও যুদ্ধজয়ের স্থানে ৫০টি নাটক নির্মাণ ও প্রদর্শন করবে সংগঠনটি। গতকাল বিকেলে প্রেসক্লাব যশোরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন বলেন, আমরা বিশ্বাস করি শিল্পের সবচেয়ে বড় মাধ্যম থিয়েটার সবসময় সত্য প্রচার করে, জীবনকে তুলে ধরে, ইতিহাস ঐতিহ্যকে মানুষের স্পর্শে আনে। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বিজয় অনুধাবনে থিয়েটার ক্যানভাসের এই নাট্যাভিজান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সম্পাদক সমন্বয়ক সোহানুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রোহিত রায়, সহ সাংগঠনিক সম্পাদক কলি রহমান, দপ্তর সম্পাদক স্বাধীন আহমেদ, সহ দপ্তর সম্পাদক নিপা রায়, প্রচার সম্পাদক শেখ সাহিদ শ্রাবন, সহ প্রচার সম্পাদক রোহান আহমেদ, অর্থ সম্পাদক ফারহানা খান, সহ সম্পাদক তুলি নন্দী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবির মাহমুদ, সহ তথ্য সম্পাদক কৃষ্ণেন্দু হালদার, অনুষ্ঠান সম্পাদক জান্নাতুল করিম শুচি,সহ অনুষ্ঠান সম্পাদক সাদিয়া ইয়াসমিন আনিকা, পাঠাগার সম্পাদক নূসরাত জাহান ঐশী, কার্যনির্বাহী কমিটির সদস্য ঈশা আহমেদ শিপন, অনুরাগ অধিকারী প্রমুখ।