ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা পরিষদের মালিকানাধীন মৃত ও অর্ধমৃত শতবর্ষী কড়াইগাছগুলো এখন পথচারীদের গলার কাঁটা। সামান্য বাতাস হলেই রাস্তা দিয়ে চলা পথচারীদের মাথার ওপর আছড়ে পড়ে। দিনকে দিন পথচারীদের মৃত্যু ঝুঁকি বাড়লেও স্থানীয় প্রশাসনের এ বিষয়ে কোন মাথা ব্যথা নেই।
ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুর সড়কে বেশ কিছু মরা কড়াই গাছ দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত এসব গাছের শুকনা ডাল ভেঙে পড়ছে। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত একাধিক মানুষের মৃত্যু হয়েছে গাছের ডাল ভেঙে।
২০১৮ সালের ৬ সেপ্টম্বর কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে কড়াই গাছের শুকনা ডাল ভেঙে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুর রউফের স্ত্রী মারা যান। ২০১৬ সালের ৩ আগস্ট ঝিনাইদহের গোপিনাথপুর গ্রামে মারা যান নিমাই চন্দ্র নামে এক বৃদ্ধ।