কৃষ্ণনগর (কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগরে রামনগর নয় গম্বুজ জামে মসজিদ থেকে হযরত মুহাম্মদকে (স.) কটূক্তিকারী নুপুর শর্মা ও নবিন জিন্দালের শাস্তি ও ভারতীয় মুসলমানের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন শুক্রবার বাদ জুম্মা নয় গম্বুজ জামে মসজিদের মুসল্লিরা বিক্ষোভ মিছিল করে রামনগর গার্লস স্কুলের মাঠে এসে সমাবেশ মিলিত হন। সমাবেশে সভাপতিত্ব করেন জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার সুপার মুফতি শাহিনুর রহমান। বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ আরিফ বিল্লাহ, মাওলানা মুহাম্মদ আবদুল কাদের, ক্বারী আব্দুল আজিজ, হাফেজ তারেকুর রহমান। বক্তারা তাদের বক্তব্যতে নুপুর শর্মা ও নবিন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় মহিউদ্দিন মোড়ল, নূর আহমদ সুরুজ, আব্দুর রাজ্জাক, ডা. শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, ডা. মোস্তাফিজুর রহমান, নূরে আলম সিদ্দিকী, শহিদুর রহমানসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।