কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : গতকাল শুক্রবার সকাল ১০ টায় হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রাধা শ্রীনিবাস ফাউেন্ডশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সরদার মোজাফ্ফর হোসেনের সভাপত্বিতে ও অর্ণিবাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিশ্বাসসহ ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হরিঢালী ইউনিয়নের অসহায় শীতার্ত ও ছিন্নমূল পনেরশত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ শেষে তিনি কাশিমনগর, গলডাঙ্গা, গোলাবাটী নির্মিত মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন ও সেখানে আশ্রয়নরত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। আজ মেহেরুেন্নছা বালিকা বিদ্যালয় মাঠে ইউনিয়নের এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন।