কল্যাণ রিপোর্ট: যশোর সদরের মালঞ্চী মধ্যপাড়ায় মৃত ভাতিজার স্ত্রীকে বিয়ে করাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে হামলা ও মারপিটের ঘটনায় ৮ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। রোববার মালঞ্চী গ্রামের আগজর আলী বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোটি গ্রহণ করে কোতয়ালি থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো মালঞ্চী গ্রামের মধ্যপাড়ার নওয়াব আলী, মোশারফ হোসেন, রয়েল, ইমরান হোসেন, আব্দুর রহিম তুহিন, নওয়াব আলীর স্ত্রী কাজল রেখা, রয়েলের স্ত্রী ববি আক্তার ও ইমরান হোসেনের স্ত্রী সুরাইয়া।
মামলার বাদী আজগর আলীর মামা আসামি নওয়াব আলী। নওয়াব আলীর আপন ভাইপোর মৃত্যুর পর তার স্ত্রী কাজল রেখাকে তিনি বিয়ে করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আজগর আলীদের সাথে নওয়াব আলীর পরিবারের বিরোধ চলছিল। গত ৬ নভেম্বর বিরোধের জের ধরে আসামিরা আজগর আলীর বাড়িতে হামলা করে। হামলাকারীরা আজগর আলী, আক্তার হোসেন, রিপন হোসেন, বিউটি খাতুনকে কুপিয়ে ও মারপিট করে জখম করে। এসময় তারা বাড়ির মালামাল, টাকা ও সোনার গহনা চুরি করে নিয়ে নিয়ে যায়। মীমাংসায় ব্যর্থ হয়ে আদালতে তিনি এ মামলা করেছেন।