ডেস্ক রিপোর্ট : শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে তাকে এই হাসপাতালে নেওয়া হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তিনি। আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে।
বিএসএমএমইউ উপাচার্য শরফুদ্দিন জানান, নিয়মিত চেকআপের অংশ হিসেবে আজ সকাল ১০টার দিকে তিনি এসেছিলেন।
কর্মরত চিকিৎসকরা বলেছেন আপনি আমাদের এখানে ভর্তি থাকেন, রেস্ট নেন, তাহলে আপনার জন্য ভালো হবে।
ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বেশ কিছু দিন ধরে তার পায়ে পানি জমছিলো। এছাড়া তার কিছুটা শ্বাসকষ্ট ছিল।
২০১৯ সালের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।