বিনোদন ডেস্ক: হলিউডের আইকনিক শিল্পী মেরিলিন মনরোর সৌন্দর্যচর্চার খবর সবার জানা। ভক্তরাও তাকে নিজেদের চোখের সামনেই রাখতে এখনো উদগ্রীব থাকে। এই শিল্পীর জনপ্রিয়তা এখনো ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। তাই তো বিংশ শতাব্দীতেও মেরিলিন মনরোর ছবি বিক্রি হয়েছে চড়া দামে।
মার্কিন চিত্রশিল্পী অ্যান্ডি ওয়ারহলের আঁকা মেরিলিন মনরোর প্রতিকৃতি সাড়ে ১৯ কোটি ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬৮৮ কোটি ৯৯ লাখ ৯,৪০০ টাকা। স্থানীয় সময় সোমবার (৯ মে) নিলামে মনরোর এ প্রতিকৃতিটি বিক্রি হয়। নিলামে কোন মার্কিন চিত্রশিল্পীর চিত্রকর্ম আগে এত দামে বিক্রি হয়নি। রয়টার্স
গ্ল্যামারাস হলিউড তারকা মনরোর একটি বিখ্যাত আলোকচিত্রের ওপর ভিত্তি করে তার মৃত্যুর দুই বছর পর ১৯৬৪ সালে ওয়ারহল এঁকেছিলেন ছবিটি। এর শিরোনাম ‘শট সেইজ ব্লু মেরিলিন’। ওয়ারহলের আঁকা এ ছবি বেশ খ্যাতি অর্জন করে।
ছবিটি এত দিন সুইস প্রতিষ্ঠান থমাস অ্যান্ড ডোরিস আম্মানের সংগ্রহে ছিল। নিউইয়র্কে আয়োজিত নিলামে ছবিটি বিক্রির জন্য তোলে ব্রিটিশ নিলামপ্রতিষ্ঠান ক্রিস্টি। চিত্রকর্মটির মূল দাম ওঠে ১৭ কোটি ডলার। এর সঙ্গে ফি যুক্ত হয়ে মোট দাম দাঁড়ায় সাড়ে ১৯ কোটি ডলার। নিলামের মাত্র চার মিনিটেই ছবিটি বিক্রি হয়ে যায়।